নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস করে কোরবানির জন্য লাখ টাকার গরু পেয়েছে জামালপুরের হিজড়া সম্প্রদায়।
প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক সোমবার সকালে তাদের কাছে গরু হস্তান্তর করেনl প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন।
এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।
একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন ময়ূরী জামাল সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।
জেলা প্রশাসক সোমবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুসাঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।