ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায়, তা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে গত দুইদিন যাবৎ অনশন করছেন এক শিক্ষার্থী। এবার তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যে অনশনরত আখতার হোসেনের সাথে দেখা করে একাত্মতা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নেয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আখতারের অনশন ও অবস্থানকে আমি নৈতিকভাবে সমর্থন করছি।
তিনি আরো বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে, এতে কেউ যদি বিব্রত হয় তাতে কোনো কিছু আসে যায় না।
এদিকে জানা গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনশনকারী আখতার হোসেন।
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়াসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। মঙ্গলবার দুপুরে অনশন শুরু করেন তিনি। তার অনশন বুধবার রাত পর্যন্ত চলছে।