ফটিকছড়ি(চট্টগ্রাম) সংবাদদাতা:
ফটিকছড়িতে গোপন বৈটক করার সময় চট্টগাম জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ পাঁচ জনকে গ্রেফতার
করেছে ভূূজপুর থানা পুলিশ।
শুক্রবার বিকেলে দাতমারা ইউনিয়নের একটি
পরিত্যক্ত বনবিভাগের ঘরে গোপন বৈঠক করার সময় জিহাদী বইপত্রও উদ্ধার করা
হয়।
পুলিশ সূত্র জানায়, দাঁতমারা ইউনিয়নের বন বিভাগের একটি পরিত্যক্ত ঘরে
গোপন বৈঠক করার সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো.
আলাউদ্দিন (২৬), দাঁতমারা ছাত্র শিবিরের সভাপতি মো. আবু জাফর (২৪), ছাত্র
শিবিরের কর্মী মো. মাঈনুদ্দিন (২৩), মো. মামুন (২০), মো. কাশেম (২৫) কে
গ্রেফতার করেছে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় তাদের কাছ থেকে
জিহাদী ও সরকার বিরোধী বই, লিফলেট, ব্যানার উদ্ধার করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম বলেন, তারা শুক্রবার বিকেলে জেলা ছাত্র শিেিবিরর সেক্রেটারীর নেতৃত্বে সরকার বিরোধী গোপন
বৈঠক করছিল। গোপন সংবাদে অবগত হয়ে দ্রুত তাদের গ্রেফতার করা হয়। তাদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।