ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরে ইয়াসিন আলী (৩৫) নামের এক টমটম চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে অভিমান করে ইয়াসিন আলী গলায় ফাঁস দিয়েছে। ইয়াসিন ৭ নম্বর ওয়ার্ডের খায়ের মোহাম্মদ বাড়ির শামসুল আলমের ছেলে।