জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
নিরাপদ সড়কের দাবীতে স্কুল শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেইজবুকে বিভিন্ন উস্কানিমুলক পোস্ট এবং অপপ্রচার চালানোর অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় নুসরাত জাহান সোনিয়া (২৬) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার দিনগত (৫আগস্ট) রাত ১টা ৫মিনিটে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। কলাপাড়া থানা পুলিশ জানায়, সোনিয়া উপজেলার দক্ষিন টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আনোয়ার হোসেনের স্ত্রী।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, আটক শিক্ষিকা সোনিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।