ফেনী প্রতিনিধি :
যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলগাজী-ফেনী সড়কের বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই আলী হোসেন ও স্থানীয়রা জানান, সকালে শহরে বাবার বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মেয়েসহ ফুলগাজীতে স্বামীর বাড়ীর উদ্দেশে বের হন হাসিনা আক্তার। তাদের বহনক অটোরিকশাটি বন্ধুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে হাসিনা আক্তার (২৮) ও তার মেয়ে উম্মে হাফসা (২) নিহত হয়। এসময় চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।
নিহত হাসিনা আক্তার ফুলগাজী বিজয়পুর উপজেলার মো. সবুজের স্ত্রী।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।