নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে ছাত্রলীগ সম্পর্কে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।
মৌসুমী মৌ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। ছাত্রলীগের অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী মৌসুমী মৌ রোববার রাত ১০টার দিকে ছাত্রলীগকে কটূক্তি করে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।
তিনি লেখেন- ‘নিষিদ্ধ পল্লিতে বেলুন দুর্ঘটনায় যাদের জন্ম তাদেরকে ছাত্রলীগ বলে।
এটি ছাত্রলীগ কর্মীরা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তবে পরবর্তী সময়ে ওই ছাত্রীর আইডিতে পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।