প্রযুক্তি ডেস্ক :
ফেসবুকে বিভিন্ন পোস্ট, ছবির নীচে লাইক বাটন প্রেস করলেই স্যাড, অ্যাংগ্রি, হাহা, ওয়াও, লাভ এমন ইমোজি আসে। কিন্তু হঠাৎ করেই দেখা গিয়েছিল এয়ারপ্লেন ইমোটিকন। বেশ কয়েক মাস ধরে ফেসবুক নিজস্ব প্ল্যাটফর্মে বিভিন্ন ফিচার্স অ্যাড করে আসছিল।
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ আপডেট করার পরে লাইন বাটন প্রেস করে হোল্ড করে থাকতে হবে। এতেই নাকি অতিরিক্ত একটি অ্যাংগ্রি ইমোজি ভেসে উঠবে। সেখানে ক্লিক করলেই সরাসরি এয়ারপ্লেন ইমোজি যোগ হয়ে যাবে।
যদিও ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি ভাবে এমন ফিচার্স আসার কথা ঘোষণা করেনি। আবার ফেসবুক ব্যবহারকারীর অনেকেই সফলভাবে এয়ারপ্লেন ইমোজিটি ব্যবহার করতে পেরেছেন আবার কেউ অনেক চেষ্টা করেও পাননি উড়োজাহাজ ইমোজি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ফেসবুক কর্তৃপক্ষ জানান, এটি এক কর্মচারীর হ্যাকাথন হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এখনও নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তা সরানো হয়।