প্রযুক্তি ডেস্ক :
ফেসবুক ব্যবহারকারীরা বেশ কিছু দিন ধরেই নানা রকমের সমস্যায় পড়ছেন। এবার গত কয়েক দিন ধরেই একটি ম্যাসেজ দেয়া যাচ্ছে। যাতে বলা হয় ফ্রেন্ড লিস্টে নাম থাকা সত্ত্বেও একই ব্যক্তির থেকে আবারো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে।
স্বাভাবিক ভাবেই এমন ম্যাসেজে বিভ্রান্ত হচ্ছেন অনেক ব্যবহারকারীরা। কিন্তু কোনো ফ্রেন্ড রিকোয়েস্টও আসছে না। বিভিন্ন সংবাদমাধ্যমে এটিকে একেবারেই ধোঁকাবাজি বলছে।
কিন্তু এই ম্যাসেজটি যে ভাইরাল হয়েছে তাও ঠিক। আর বেশিরভাগ মানুষই ম্যাসেজ না পড়ে তা ফরোয়ার্ড করে দেন।
তবে এই ম্যাসেজের ফলে কারো অ্যাকাউন্টেরই কোনো ক্ষতি হবে না। এটা শুধুমাত্র একটি ভুল ম্যাসেজ। যদিও এখন পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে এটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।