নিজস্ব প্রতিবেদক :
ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন রাজশাহী সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
আজ রোববার সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগদান না করে অবস্থান ধর্মঘট পালন করেন।
আজ সকালে মহানগরের হরিয়ান চিনিকলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা ঈদের আগে বকেয়া বেতনের দাবি জানান।
রাজশাহী সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন গণমাধ্যমকে জানান, বেতন না দেওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না। যদিও এখন চিনি উৎপাদনের মৌসুম না হওয়ায় মিলে কাজ কম। তাই বেতন না পেলে শ্রমিক-কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান এ শ্রমিক নেতা।