নিজস্ব প্রতিবেদক :
খুলনায় বজ্রপাতে মুজিবর রহমান (৫০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি উত্তর বিলে এ ঘটনা ঘটে।নিহতমুজিবররহমানলাখোহাটিগ্রামেরমৃতবেলায়েতশেখেরছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক মুজিবর সকালে স্থানীয় উত্তর বিলের ঘেরে মাছ ধরতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা।স্থানীয় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।