বরিশাল শেবাচিম হাসপাতালে শিশু চুরির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিয়েছেন ওয়ার্ড বয়রা। বৃহস্পতিবার গণধোলাইয়ের শিকার আহত পুলিশ কনস্টেবল নজিবুল আহসান বরিশাল নৌ সদর থানায় কর্মরত বলে নিশ্চিত করেছেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নজিবুল আহসান তার ডিউটি শেষ করে অসুস্থ আত্মীয় ইকবাল হোসেনকে হাসপাতালে দেখতে আসেন। তবে এর আগেই ইকবাল হোসেন রিলিজ নিয়ে তার বাড়ি চলে যান। এরপর নজিবুল হাসপাতালের মধ্যেই ঘোরাফেরা করছিলেন। এক পর্যায়ে তিনি শিশু ওয়ার্ডে যান। সেখানে গিয়ে ওয়ার্ডের কার্যক্রম দেখছিলেন। হঠাৎ করেই ওই ওয়ার্ডে ভর্তিরত মোসাম্মৎ সাজেদার শিশুকন্যা তাইবাকে চুরি করেন। বিষয়টি বুঝতে পেরে নজিবুলকে গণধোলাই দেন ওয়ার্ড বয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রমিজের স্ত্রী সাজেদা বলেছেন, আমার শিশু চুরি হয়নি। তবে কেন তারা তাকে মারধর করেছে জানা নেই।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম জানান, আপাতত সাজেদা ও নজিবুলকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে