জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাঁশখালীতে প্রতিটি ইউনিয়নে মহামারি করোনা সংকটে গৃহবন্দী হয়ে পড়া কর্মহীন, হতদরিদ্র ও মধ্যবিত্ত্ব ১৫০০০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।
এ খাদ্য সামগ্রী বাঁশখালী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের তত্ত্বাবধানে বিতরণ করা হচ্ছে।
সার্বক্ষনিকভাবে পর্যবেক্ষণ ও তত্বাবধানে আছেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলীল,সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী,বাঁশখালী উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমদ,সাবেক
ছাত্রদল নেতা আলমগীর মাহফুজ ও বাঁশখালী উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি আবদুল আলিম, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাসান, সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ।
এ ব্যাপরে চট্টগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশখালী গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি বাঁশখালীতে ১৫ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি। আমার সাধ্য অনুযায়ী আরও চেষ্টা করে যাবো।