সীতাকুন্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ৯ বন্ধু মিলে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলো- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের খোকনের ছেলে ইমন (১৮) ও ঢাকার টঙ্গির রাজ (১৬)। তবে তার বাবার নাম তাৎক্ষণিক জানা যায়নি।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে সমুদ্রসৈকতে একসঙ্গে গোসল করতে নামে। এ সময় সমুদ্রে জোয়ার ভাটায় পড়ে তারা। এ সময় সাত বন্ধু কোনো রকম পাড়ে উঠে আসতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়।
এদিকে সাঁতরে পাড়ে আসা সাতজনের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে।’