স্পোর্টস ডেস্ক
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপের ট্রফি ট্যুর। সারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের এই ট্রফি। ওমানের রাজধানী মাসকাট থেকে শুরু হবে এর আনুষ্ঠানিক যাত্রা। তারপর দীর্ঘ ৯ মাসজুড়ে বিশ্বের বিভিন্ন শহরে ঘুরবে আইসিসির এই ট্রফি।
বাংলাদেশেও আসবে সোনালী রংয়ের এই ট্রফি। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশের মাটি স্পর্শ করবে ট্রফিটি। ২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে, এবং ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই শিরোপা জয়ের যুদ্ধ।
বাংলাদেশ মোট সাতদিন থাকবে ট্রফিটি। প্রথম তিন দিন (১৭, ১৮, ১৯ অক্টোবর) ঢাকায় এটি প্রদর্শনী হবে। এরপর ২০ অক্টোবর খুলনাতে যাবে, সেখান থেকে ২১ অক্টোবর সিলেট পৌঁছাবে। শেষ দুই দিনে আইসিসির এই ট্রফি অবস্থান করবে চট্টগ্রামে। সেখানে ২২ ও ২৩ অক্টোবর প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এই ট্রফির বাংলাদেশ সফর।