জার্নাল ডেস্ক :
ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেইন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী রোববার দুপুরে গণমাধ্যমকে জানান, নাবিকরা রোমানিয়া প্রবেশ করেছেন। তাদের দেশে ফেরানো হবে।
শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।
গত শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবী তুলে ধরা হয়- নিহত নাবিক হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণা করে তার মরদেহ ফিরিয়ে আনা, জাহাজের নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ও পরিবারের কাছে হস্তান্তর, বিএসসির জাহাজ পরিচালনায় যে গাফিলতি আছে তার সুষ্ঠু তদন্ত করা এবং তদন্ত কমিটিতে বিএমএমওএ’র দুজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।