জার্নাল ডেস্ক :
বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ আল মদিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,৯৩০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ০২.৫০ ঘটিকায় আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর কবির (৪০), পিতা-মৃত বেলায়েত আলী, মাতা-খাদিজা বেগম ,স্থায়ী: গ্রাম- চর ধরমপুর (চরধরমপুর, ০৪নং ইউপি, ০৪নং ওয়ার্ড), বেলায়েত আলীর বাড়ী, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান-হাটহাজারী এগার মাইল, কবির চেয়ারম্যানের বাড়ীর, ৩য় তলার ভাড়াটিয়া, থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিজা৩৬৫