বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের থেকে ফজলু শেখের (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীরা জানান, আজ সকালে তেলিগাতী গ্রামের ফজলু শেখের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। দুই সন্তানের পিতা ফজলু শুক্রবার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিল।
মোরেলগঞ্জ থানার ওসি ঠাকুর দাস ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, তেলিগাতী গ্রামে রাস্তার পাশেই সোহরাব হোসেন দিহিদারের মৎস্য ঘের থেকে ফজলু শেখের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।
ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, দিনমজুর ফজলু কিভাবে মারা গেল তা বোঝা যাচ্ছেনা। তবে তিনি নাকি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।