নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ের সবাই সমান ভাবেই শান্তিতে বসবাস করবে। বাঙালি-পাহাড়ি সবাই মানুষ। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
আজ রবিবার গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশের সময় তিনি একথা বলেন।
আজ সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এবার সারাদেশে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী। পাশের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ