আর্ন্তজাতিক ডেস্ক :
ব্রাজিলের সাও পাওলো শহরে মা দিবসের এক অনুষ্ঠানে অসীম সাহসিকতায় সন্তানের স্কুলের সামনে বন্দুকধারীকে গুলি করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন একজন নারী।সামরিক কর্মকর্তা ওই নারী ভেস্তে দেন তাদের ডাকাতির পরিকল্পনাও। ঘটনার সময় ওই নারী তার সন্তানসহ স্কুলের অনুষ্ঠানে ঢুকতে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেই স্কুলের বাহিরে হঠাৎ করেই অস্ত্রহাতে তেড়ে আসেন এক ব্যক্তি।ডাকাতির উদ্দেশ্য কালো পোশাকের ওই ব্যক্তি মা ও তার সন্তানের দিকে অস্ত্র তাক করে। তাদের জিম্মি করাই ছিল তার উদ্দেশ্য।এমন সময় অস্ত্রধারী ব্যক্তিকে সাহসিকতার সাথে ঘায়েল করেন কাটিয়া ডি সিলভা নামের এক নারী। কিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারীকে গুলি করেন তিনি। সাথে সাথে ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে।কাটিয়া পেশায় একজন সামরিক কর্মকতা। তবে ঘটনার সময় ডিউটিতে ছিলেন না তিনি, তবে তার কাছে অস্ত্র ছিল।তার এ সাহসিকতায় বেঁচে যায় সেই অনুষ্ঠানে আসা অসংখ্য মা এবং তাদের সন্তানের জীবন। আর তাইপুরো শহরেই তিনি এখন ‘নায়ক’ হিসেবে প্রশংসায় ভাসছেন।সিসিটিভির ফুটেজে তার সেই বীরোচিত কাজ অবাক করেছে সবাইকে। তবে হামলাকারীর নাম এলিভেন্টন বলে জানিয়েছে পুলিশ।