নিজস্ব প্রতিবেদক :
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ভারতীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে মারা নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে (এআইআইএমএস) ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। কিডনি জটিলতায় ভুগতে থাকা বাজপেয়ী গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন।