নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বাড্ডা এলাকার সাতারকুল উত্তর পাড়ায় একটি ৬ তলা ভবনের চিলেকোঠা থেকে জরুনা আক্তার (৩৫) নামে দগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতের স্বজনদের দাবি, তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
বাড্ডা থানা পুলিশ বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহত জরুনা দুই সন্তান ও স্বামী ফয়েজ উদ্দিনকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ওই ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।