নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২০ বছরের সম্পর্কের শেষ হয়ে গেলো
এক ফ্যাক্স বার্তার মাধ্যমে।এযেনো বোমা ফাটাল বার্সেলোনায়। বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মঙ্গলবার (২৫শে আগস্ট) জানায়, বার্সা ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বার্সেলোনা অধিনায়ক।
মেসি বার্সেলোনা ছাড়তে চান, এই প্রকাশের পর ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার এক টুইটে মন্তব্য করেন, নতুন ঠিকানায় তাকে যেতে দেওয়া উচিত।
স্পেনিশ ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো।
২০ বছর ধরে বার্সেলোনায় খেলে ক্লাবটির ঘরের খেলোয়াড় হয়ে গিয়েছিলেন মেসি। নিজের ২য় পরিবারই ভাবতেন বার্সাকে।
এদিকে মেসির দলবদলের খবরে ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউর প্রতি ক্ষোভ থেকে বিক্ষোভে নেমেছেন সমর্থকরা। তারা সবাই বার্তোমেউর পদত্যাগের দাবি করছেন।
তবে মেসির প্রস্থানের ক্ষেত্রে আইনি একটি জটিলতা দেখা দিতে পারে বলে বিবিসি জানিয়েছে। কারণ চুক্তিপত্র অনুযায়ী, পেরিয়ে আসা ১০ জুনের মধ্যে মেসি তার ইচ্ছার কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। কিন্তু যেহেতু তিনি এখন এসে জানাচ্ছেন তাই এনিয়ে হতে পারে আইনি জটিলতা।
এনিয়ে মেসির আইনজীবীও আছেন দৃঢ় ভাবে করোনাকালীন সময়ে যে সময় অতিবাহিত হয়েছিল সেই সময় খেলা ছিলানা। মূলত যেহেতু বার্সা মৌসুম শেষ করলো এইমাসে তাই এমাসকে করতে হবে সীদ্ধান্তের সময়।এখন ক্লাব আর মেসির আইনজীবীর দর কষাকষিতেই দেখা যাবে এই ফুটবল তারকার বার্সেলোনা ত্যাগ।
বিডিজা৩৬৫ /এনএস/এনআর