পবিত্র মাহে রমজান উপলক্ষে বিগত দুই সপ্তাহের ধারাবাহিকতায় আজ সকাল ১২ঘটিকায় নগরীর বায়েজিদ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে দুস্থ রোজাদারদের এক’শ পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক মেয়র এম মনজুর আলম বলেন ‘মানব সেবা আল্লাহর সন্তুষ্টি এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। করোনা ভাইরাসের লকড ডাউন এর কারণে দুর্ভোগে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।এই হতদরিদ্র মানুষের পাশে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।এতে উপস্থিত ছিলেন শাহ বায়োজিদ সামাজ কল্যান সংস্থার সভাপতি জনাব মোঃ মুছা খালেদ, সেক্রেটারি আব্দুল মান্নান,রিপন,আল-আমিন প্রমুখ।