ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম পলাশ। তিনি পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী। তিনি জানান, আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার জ্বর ও সর্দিসহ করোনার লক্ষণ ছিল। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার মতো উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।