নিজস্ব প্রতিবেদক :
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকদের দেয়া বক্তব্য সন্দেহজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসা শেষ হলেও তিনি দেশে না এসে সেখান থেকে দলীয় কর্মকা- চালাচ্ছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলীয় চিকিৎসকদের বক্তব্য সন্দেহজনক।