অনলাইন ডেস্ক
দুর্দান্ত সব বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সী এক্স। হয়তো ২০১৮ সালের আগস্টেই উন্মোচিত হতে পারে এই ফোনটি।
এই ফোনে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না গ্যালাক্সী এক্সে। বেশ কয়েকটি সূত্রের দাবি, ১ লক্ষ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না।
জানা গিয়েছে, এই ফোনে ৬ জিবি র্যাম থাকার কথা। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
বেশ কয়েকটি সূত্রের দাবি, কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। এছাড়া ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে এই ফোনে।
তবে স্যামসাং গ্যালাক্সী এক্সের স্পেসিফিকেশন সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। ভারতে এই ফোনটির দাম ৩৯,৯৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ এর আগস্টে স্যামসাং গ্যালাক্সী এক্স উন্মোচিত হতে পারে বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। আবার কিছু মিডিয়া রিপোর্টে জানুয়ারি, ২০১৯ এর দিকে ফোনটি উন্মোচিত হতে পারে আশা প্রকাশ করা হয়েছে। যদিও অফিসিয়ালি এখনও এ বিষয়ে কোনও নির্ধারিত দিন ঘোষিত হয়নি।