পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামে মাকে ঘরে বেঁধে রেখে কিশোরী মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়রা ঘটনাস্থলে কিশোরীর লাশ উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় তার মাকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিশ্চিত না হওয়ায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে নিশ্চিত করেছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঘটনার বিষয় নিশ্চিত কিছু বলতে পারছেন না বলে জানিয়েছে পুলিশ এবং তাকে কি ভাবে হত্যা করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পর বলার কথা জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুর রহমান।