মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার শালিখা উপজেলার গোবরা গ্রামে কনা ইয়াসমিন (২২) নামে ১ গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মাগুরা সদর উপজেলার ভায়না গ্রামের আসাদ শেখের মেয়ে কনা ইয়াসমিন (২২) এর সাথে শালিখা উপজেলার গোবরা গ্রামের রফিক মোল্লার ছেলে হুমায়ন মোলার ৬ বছর পূর্বে বিয়ে হয়। কিছু দিন পর থেকে যৌতুকের দাবিতে পাষ- স্বামী হুমায়ন প্রায়ই স্ত্রী কনা ইয়াসমিন কে মারপিট ও নির্যাতন করতো। ৩ জুলাই রাতে যৌতুকের দাবিতে হুমায়ন স্ত্রী কনা ইয়াসমিন কে বেদম মারপিট করলে সে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় হুমায়ন তার মুখের মধ্যে বিষ ঢেলে দেয় এবং ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় দেয়ার জন্য ওই রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি করে। ওই রাতেই সে মারা যায়।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক স্বামী হুমায়ন মোল্লা, তার বাবা রশিদ মোল্লা ও মা তাসলিমা কে গ্রেফতার করেছে। পুলিশের তদন্ত চলছে।