জার্নাল ডেস্ক :
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মাটির নিচ থেকে ৫০ কেজি গাঁজাসহ আবদুল্লাহ (৫২) নামে একজন আটক করেছে র্যাব-১৫। আটক আবদুল্লাহ নুনিয়ারছড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মবিনের ছেলে।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার দক্ষিণ কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী এলাকায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আবদুল্লাহ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের পেছনে মাটির নিচ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো বিক্রি করে আসছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।