পটুয়াখালী প্রতিনিধি:
মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নির্মুলে পুলিশ জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে। এ সামাজিক ব্যধিকে সমাজ থেকে র্নিমুল করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। সামাজিক দ্বায়বদ্ধতা তেকে আমরা যদি সবাই এগিয়ে আসি তবেই খুব দ্রুত এ সামাজিক ব্যাধি দুর করা সম্ভব। আইনের পাশাপিাশি সামাজিক দ্বায়বদ্ধতাও এজন্য প্রয়োজন। সোমবার বিকেলে পর্যটন হলিডে হোমস’র হল রুমে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নির্মুলে কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং সভা ও আত্মসমর্থন সভায় এসব কথা বলেন, বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার মো. শহিদুল ইসলাম (বিপিএম পিপিএম)।
মহিপুর থানা পুলিশের আয়োজনে মহিপুর থানার অফিসার্স ইনর্চাজ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হোসেন, সহকারী পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভুইয়া প্রমুখ। এ সময় তিন মাদক বিক্রেতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনটি সেলাই মেশিন প্রদান করা হয়। এ সভায় মহিপুর থানা এলাকার রাজনৈতিক নেতুবুন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।