নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের শিবচরে মাদক ব্যবসায়ীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে বাচ্চু খলিফা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার দিবাগত গভীর রাতে শিচরের বাঁশকান্দি ইউনিয়নের সম্ভুক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন।নিহত বাচ্চু খলিফা শিবচরের দ্বিতীয় খন্ড ইউনিয়নের সবর আলি খলিফার ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে শিবচর পৌর এলাকায় বসবাস করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।পুলিশ দাবি করেছে, মাদক ব্যবসা নিয়ে দুটি গ্রুপ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বাচ্চুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মাদারীপুর সদর হাপাতালে মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন থানায় ১৫ মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।