হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুর সুরমা চা বাগানের ভিতর থেকে কলেজ ছাত্রী মনিলা সাওতালের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায় লাশটি উদ্ধার করে তেলিয়াপাড়া পুলিশ।
মনিলা সুরমা বাগানের সুরেশ সাওতালের মেয়ে এবং মাধবপুর সৈয়দ উদ্দিন কলেজের একাদশ শ্রেনির ২ বর্ষের ছাত্রী।
লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গোড় বলেন, ১৩ জুলাই থেকে মনিলা নিখোঁজ ছিল। প্রেম সংঘটিত ব্যপারে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ ও এলাকাবাসী। একই গ্রামের অনিল সাওতালকে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।