যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টোকন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।
আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, টোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।