যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়ার জামতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়ার জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।