প্রযুক্তি ডেস্ক :
ফ্যাবলেট সিরিজ এমআই ম্যাক্সের নতুন ডিভাইস আনতে যাচ্ছে শাওমি। নতুন ডিভাইস এমআই ম্যাক্স ৩ সম্পর্কে শাওমি কোনো তথ্য না জানালেও টিনায় ফাঁস হয়েছে এর ফিচার সংক্রান্ত নানা খবর।
ডিভাইসটিতে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে, রেজুলেশন হবে ২১৬০×১০৮০ পিক্সেল। ৩, ৪ ও ৬ গিগাবাইট র্যামের পাশাপাশি যথাক্রমে ৩২, ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল সংস্করণে মিলবে ম্যাক্স ৩। ফোনটির পেছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকতে পারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
অধিক ব্যাটারি ব্যাকআপের জন্য ম্যাক্স সিরিজের ফোনগুলোর বেশ সুনাম রয়েছে। সেই ধারাবাহিকতায় ডিভাইসটিতে থাকবে ৫ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
২২১ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব হবে ১৭৬×৮৭×৭.৯৯ এমএম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।
এছাড়া, এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধাও থাকছে। আগামী মাসে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে শাওমি।