জার্নাল ডেস্ক :
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মোট ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে এই গুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, এই সময়ে মোট ৪০০টি গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের ছুটির সময়ে এমন ঘটনা ঘটল।
শিকাগোতে ৮৩ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যার মধ্যে মারা গেছেন ১৪ জন। এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে। গত রবিবার বিকাল ৫ বছর বয়সী এক কন্যাশিশু গুলিতে আহত হয়। সোমবার সকালে ৬ বছর বয়সী এক কন্যাশিশু গুলিবিদ্ধ হয়।
১৪ জন নিহত ব্যক্তির মধ্যে একজন ছিলেন ইলিনয় আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ক্রিস কারভাজাল বলে প্রকাশ করা হয়েছে। কিন্তু কুক কাউন্টি মেডিকেল পরীক্ষক তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
শিকাগোর দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যখন পুলিশ কয়েক হাজার মানুষের জমায়েতকে ছত্রভঙ্গ করছিল এবং ৬০ জনকে গ্রেপ্তার করেছিল তখন এক ব্যক্তি গুলি ছুঁড়ে।
বিডিজা৩৬৫/আহা