নিজস্ব প্রতিবেদক :
রংপুরের হারাগাছে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর পুলিশের ভাষ্য, দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম সাইফ জানান, হারাগাছে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়েছিল। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ছাড়া ঘটনাস্থল থেকে ২২৬ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল, চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।এদিকে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম।