জার্নাল প্রতিবেদক:
নগরীর চকবাজারে রং মিশ্রিত চিপস, রং দেয়া মটর ভাজা ও নকল চেরি রাখায় লালু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল থেকে চকবাজার ও বাকলিয়া থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এপিবিএন, ৯ এর সহায়তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো)পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে, চকবাজার এলাকায় কাঁচা মিয়া সওদারকে ১ হাজার,শাহেদ স্টোরকে ৫ হাজার, ইয়াছিন স্টোরকে ২ হাজার,বাকলিয়া থানার মোরশেদ স্টোরকে ৫ হাজার, চৌধুরী সিরাজ স্টোরকে ১০ হাজার জরিমানা করা হয়।
এছাড়া, চকবাজার এলাকার পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতাদের মূল্য তালিকা ও পেঁয়াজ ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া অভিযানে রং মিশ্রিত চিপস, মেয়াদ উত্তীর্ণ পণ্য, অননুমোদিত রং ধ্বংসসহ কম ওজনের বাটখারা আটক করা হয়।
বিডিজা৩৬৫/এনআর/আহা