নিজস্ব প্রতিবেদক :
নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে অজ্ঞাত (৫০)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌমুহনী মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলম জানান, ভোরে স্থানীয়রা খবর পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করি। তার ডান পায়ের হাটুর নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু মনে হচ্ছে না। সিআইডি, পিবিআিই তদন্ত করে দেখছে। ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডিজা৩৬৫ /এনএস/এনআর