চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের বারআউলিয়া ও ৬টার দিকে রাউজান পুলিশ বিট সংলগ্ন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৬ জানের নাম জানা গেছে। তারা হলেন- রাউজান এলাকার বাসিন্দা আরিফুল (৩৭), নুর হোসেন (২৮), আনোয়ার (৬০), মালেক (৩৫), মো. সৌয়দ (৫০) ও নোয়খালি বেগমগঞ্জ এলাকার সাইফুদ্দিন (৪০)।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, রাউজান পুলিশ বিট সংলগ্ন এলাকায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের গাছে ধাক্কা দেয়। এতে ৬ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরিফুল গুরুতর আহত। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম সূত্র জানায়, ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুটি ট্রাকের সংঘর্ষে সাইফুদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহত সাইফুদ্দিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে
সাইফুল//এসএমএইচ//২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ