নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব ৩ এর মেজর মারুফ আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যসহ ১১ জনকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।