নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মামুন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় জাভেদ (২৭) নামে তার বন্ধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।হোটেলেরম্যানেজারমো.হাসানজানান,মঙ্গলবাররাত৯টারদিকেমামুনওজাভেদনামেদুইবন্ধুহোটেলেএসে৫মতলার৫০৫নম্বররুমভাড়ানেন।তাদেরবাড়িনোয়াখালীবলেতারাজানান।বুধবার সকালে একজন ফোন দিয়ে বলেন তারা দু’জনই অসুস্থ। পরে রুমে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং জাভেদকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে