রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে লাবলু শেখ (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাবলু মহানগরীর মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার নকির শেখের ছেলে।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ‘ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন। তারা বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করবেন। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।