রাবি প্রতিনিধি
আগামী ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চতুর্থবারের মতো ১০ম সমাবর্তনের তারিখ ঘোষণা করা হলো। এর আগে ১০ সমাবর্তনের জন্য প্রথমবার ২০১৬ সালের ৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলে। পরে তা বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়। কোনো নির্দিষ্ট তারিখ ঘোষিত না হলেও ওই বছরের ডিসেম্বর মাসেই সমাবর্তনের সম্ভাব্যতার কথা জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। পরে ২০১৭ সালের ২৪ জানুয়ারি সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। পরে সেটিও স্থগিত হয়।
এরপর এই বছরের ২৩ জানুয়ারি নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। দুই দফায় মোট ছয় হাজার নয়জন গ্র্যাজুয়েট সমাবর্তনের জন্য নিবন্ধন করেন। সর্বশেষ ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
জানতে চাইলে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘সমাবর্তন বক্তা এখনও নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে পরে জানানো হবে।