ক্রীড়া ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোমবারের খেলায় দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে দুই দলের প্রথম দেখায় ৬ উইকেটের জয় পেয়েছিল পাঞ্জাব। টুর্নামেন্টে এবারের মৌসুমে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের সর্বশেষ অবস্থানে দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এবারের আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলেছে দিল্লি। নতুন অধিনায়ক গৌতম গম্ভিরের নেতৃত্বে এখন পর্যন্ত একটিই জয় তাদের। ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় দলটি। পাঞ্জাব ছাড়াও রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর কাছে হারে দলটি।
অন্যদিকে দিল্লিকে হারিয়েই এবারকার আসর শুরু করে পাঞ্জাব। ৮ এপ্রিল দুই দলের প্রথম দেখায় দিল্লিকে হারায় রবিচন্দ্রন অশ্বিনের দল। দ্বিতীয় ম্যাচে বেঙালুরুর কাছে হারলেও চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফেরে দলটি। মূলত পাঞ্জাবের ক্যারিবিয় দানব ক্রিস গেইলের আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতায় দারুণভাবে এগিয়ে চলছে ২০১৪ সালের রানার্স আপরা।