নিজস্ব প্রতিবেদক :
আজ সাভারে ধসে পড়া রানা প্লাজার পাঁচ বছর পূর্তি হলো। পাঁচ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে রানা প্লাজার সামনে শহীদ বেদীতে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় রানা প্লাজার সামনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন ও রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে।
এদিকে রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ২০১৩ সালের আজকের এই দিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধ্বসে পড়ে। এসময় এক হাজারের বেশী শ্রমিক নিহত হয় ও আহত হয় কয়েক হাজার শ্রমিক।