রাবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘আদিবাসী কোটা রক্ষা কমিটি’। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে তারা কর্মসূচি শুরু করলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়, আদিবাসী কোটা চাই’, ‘ডিজিটাল বাংলায়, আদিবাসী কোটা চাই’, ‘আদিবাসীদের অগ্রগতি, কোটা ছাড়া সম্ভব না’সহ দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক রুহুল আমিন কিস্কু বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ঘটাতে গেলে সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাদের সমতা বিধান করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন আদিবাসীদের এগিয়ে আনতে হবে। সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব হবে না। এ জন্য আদিবাসী কোটা রাখতে হবে।’ তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।