রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের বেলকনি থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজশহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ওই শ্রমিকের নাম জয়নাল আহমেদ। তিনি নগরীর বেলপুকুর থানার কাজীরপাড়া গ্রামের জব্বার হোসেনের ছেলে।
জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তিন তলায় বেলকনিতে রড বাঁধাইয়ের কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ মাচা ভেঙে পড়ে যান। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোছাম্মত ফাহিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি