রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পারমাণবিক শক্তি তথ্যকেন্দ্রের উদ্যোগে ‘পারমাণবিক বিদ্যুৎশক্তি’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
সেমিনারে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, ‘পারমাণবিক চুল্লি স্থাপনের ফলে তুলনামূলকভাবে সস্তা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশে চিকিৎসা ও পরমাণু গবেষণা ক্ষেত্রেও যুগান্তকারী উন্নতি ঘটবে। দীর্ঘদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিউক্লীয় পদার্থবিজ্ঞানে পঠন-পাঠন চলছে। এ পরমাণু চুল্লি চালু হলে সেটিকে ল্যাব হিসেবে ব্যবহার করে নিউক্লীয় প্রকৌশল ও প্রযুক্তিতে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী বিশ্বমানের প্রশিক্ষণ ও গবেষণা কাজ করতে পারবেন। যা দেশে পরমাণু গবেষণার ক্ষেত্রে এক নতুন বাতায়ন উন্মোচন করবে।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামসের সঞ্চালনায় ও বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মর্ত্তুজার সভাপতিত্বে সেমিনারে পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, রাশিয়ার উরাল ফেডারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়েগ তাসলিকভ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রকৌশলী আলী জুলকারনায়েন বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনার শেষে প্রবন্ধ উপস্থাপকগণ সেমিনারে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের নানা প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।